দ্য ওয়াল ব্যুরো: দৌড়ে এগিয়েছিলেন অর্শদীপ সিং। কিন্তু শেষ মুহূর্তে তাঁকে টপকে এগিয়ে এলেন আকাশ দীপ। মনে করা হচ্ছে, এজবাস্টনে আগামীকাল মাঠে নামতে দেখা যাবে বিহারের ডানহাতি পেসারকে।
দ্য ওয়াল ব্যুরো: জিততে গেলে দরকার মাত্র ২২ রান। তখনও ৫ উইকেট রয়েছে। তবু রয়েসয়ে খেলার ‘ঝুঁকি’ নেয়নি ইংল্যান্ড। ক্রিজে জেমি স্মিথ। জমে গিয়েছেন। নতুন বল হাতে রবীন্দ্র জাদেজা। ওই ওভারে চালিয়ে খেলে রান তুলে জয়ের কাছাকাছি পৌঁছে যায় টিম ইংল্যান্ড। পরের ওভারে গেম সেট! ৫ উইকেটে সিরিজের প্রথম টেস্ট পকেটে পুরে ফেলেন বেন স্টোকসরা।
দ্য ওয়াল ব্যুরো:লিডসের প্রথম টেস্টে পাঁচটি শতরান হওয়া সত্ত্বেও হেরেছে টিম ইন্ডিয়া। টেস্ট ক্রিকেটের ইতিহাসে যা নজিরবিহীন ঘটনা। এদিকে ২ জুলাই থেকে বার্মিংহামের এজবাস্টনে