দ্য ওয়াল ব্যুরো: আড়াইশো বছরের পুরনো ঐতিহ্যবাহী মহিষাদলের রথযাত্রা (Mahishadal Rath Yatra) নিয়ে উচ্ছ্বাস ছিল চরমে। তবে এবারের রথযাত্রা আনন্দের মধ্যে ঘটে গেল অপ্রত্যাশিত দুর্ঘটনা। শুক্রবার, রথের রশি টানতে গিয়ে এক মহিলার পায়ে জড়িয়ে পড়ে সাপ (snake )। সেখানেই ঘটে ভয়াবহ দুর্ঘটনা। আহত প্রায় এগারো জন।
দিনভর বৃষ্টিতে রাস্তায় জমে যায় কাদা। সেই অবস্থাতেই উৎসাহী মানুষের ঢল নামে ঐতিহ্যবাহী রথের রশি টানতে। আচমকাই, ধাক্কাধাক্কির মধ্যে পা পিছলে পড়েন কয়েকজন। তাঁদের উপরে পড়ে যান আরও কয়েকজন দর্শনার্থী। পদপিষ্ট হয়ে আহত হন একাধিক মহিলা।
#REL