দ্য ওয়াল ব্যুরো: চাষিদের জন্য দুঃসংবাদ। চাষে ব্যবহৃত জল এবার আর বিনামূল্যে পাওয়া যাবে না (No More Free water)। কেন্দ্রীয় সরকার (Central Government) ঠিক করেছে, চাষের জন্য নির্ধারিত জল সরবরাহে দাম ধার্য করা হবে।
কেন্দ্রের তরফে জানানো হয়েছে, জল অপচয় রোধ এবং চাষাবাদে জলের যথাযথ ব্যবহার নিশ্চিত করাই সরকারের এই পদক্ষেপের মূল লক্ষ্য। আপাতত ২০টি রাজ্যে পাইলট প্রকল্পের মাধ্যমে এই সিদ্ধান্ত বাস্তবায়ন করার পরিকল্পনা রয়েছে।
#REL