দেবাশিস গুছাইত, হাওড়া
“চাষে আর লাভ নেই”—এ কথা এতদিন শোনা যেত শ্যামপুরের কৃষকদের মুখে। মাথার ঘাম পায়ে ফেলে সবজি ফলাতেন, কিন্তু বাজারে গেলে মিলত না দাম। কখনও প্রাকৃতিক দুর্যোগ, কখনও পোকামাকড়ের আক্রমণে ফসল নষ্ট। শেষমেষ যে ফসল বিক্রি করতে পারতেন, তাতেও দাম এত কম যে খরচ ওঠানোই কঠিন হয়ে যেত। ফলে হতাশা, ঋণের বোঝা আর অনিশ্চয়তাই ছিল কৃষকদের নিত্যসঙ্গী।