দ্য ওয়াল ব্যুরো: নায়ক-নায়িকার অভিনয়ের গুণ, বড় প্রোডাকশন হাউসের সাপোর্ট আর স্মার্ট পিআর – এতদিন এই তিন উপকরণই ছিল সফলতার মূল চাবিকাঠি। কিন্তু কোভিড-পরবর্তী সময়ে এই সমীকরণ অনেকটাই বদলে গেছে। এখন শুধুই অভিনয় নয়, একটা চকচকে ‘সাকসেস ইমেজ’ তৈরি করাও জরুরি। আর সেই ইমেজ গড়ে তুলতে বলিউড হোক বা বাংলা, অনেকেই আশ্রয় নিচ্ছেন এক নতুন ‘কৌশল’— ব্লক বুকিং।
কী এই ব্লক বুকিং?