দ্য ওয়াল ব্যুরো: তাঁর কাঁধে দেশের দায়িত্ব। কিন্তু যখন নিজের বিয়ের গয়না চুরি (Theft) হয়ে যায় এবং পরিবারের অভিযোগের পরেও পুলিশ ব্যবস্থা নেয় না, তখন সেই অফিসারকেই ক্যামেরার সামনে কাঁদতে (Cries infront of camera) হয়।
তামিলনাড়ুর (Tamilnadu) নারায়ণপুরম গ্রামে বাড়িতে চুরির ঘটনায় রাজ্য পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছেন সিআরপিএফ অফিসার (Woman CRPF Jawan) কলাবতী। ভাই ও বাবার নামে চুরির অভিযোগ দায়ের হয় ২৪ জুন। চুরি যায় ১৫ ভরি সোনা, ৫০ হাজার টাকা নগদ এবং একটি সিল্ক শাড়ি।