দ্য ওয়াল ব্যুরো: পাকিস্তানের (Pakistan) খাইবার পাখতুনখোয়ার উত্তর ওয়াজিরিস্তানে একটি আত্মঘাতী গাড়ি বোমা (Suicide Bomber) বিস্ফোরণে ১৩ জন পাক সেনা (Pakistan Army) প্রাণ হারিয়েছেন। ঘটনায় আহত হয়েছেন আরও ২৯ জন, যাঁদের মধ্যে রয়েছেন সেনা, পুলিশ এবং সাধারণ নাগরিকরাও। হামলার দায় স্বীকার করেছে পাকিস্তানি তালিবান ঘনিষ্ঠ গোষ্ঠী হাফিজ গুল বাহাদুরের আত্মঘাতী শাখা।
স্থানীয় এক প্রশাসনিক কর্তা সংবাদ সংস্থাকে জানিয়েছেন, “এক আত্মঘাতী জঙ্গি বিস্ফোরক বোঝাই একটি গাড়ি সেনাবাহিনীর কনভয়ের সঙ্গে ধাক্কা মারে। বিস্ফোরণে ১৩ জন সেনা শহিদ হন, আহত হন আরও ১০ জন সেনা ও ১৯ জন নাগরিক।”