দ্য ওয়াল ব্যুরো: পাকিস্তানের (Pakistan) খাইবার পাখতুনখোয়া (Khyber Pakhtunkhwa incident) এলাকায় ভয়ানক বিস্ফোরণ। পুরনো মর্টার শেলকে খেলনা ভেবে সেটা নিয়ে খেলছিল কিছু বাচ্চা। তখনই ঘটে ওই দুর্ঘটনা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, আজ, শনিবার ওই বিস্ফোরণের জেরে ঘটনাস্থলেই ৫ জন শিশুর মৃত্যু হয়। আহতের সংখ্যা প্রায় ১২।
#REL
লাক্কি মারওয়াট জেলার এক পাহাড়ি এলাকায় একদল বাচ্চা একটি পুরনো মর্টার শেল খুঁজে পায়। তারপর সেটা তারা গ্রামে নিয়ে আসে। তখনই বিস্ফোরণ ঘটে।