দ্য ওয়াল ব্যুরো: বাড়ি থেকে টাকা চুরি করছিল মেয়ে। সেই নিয়ে ঝামেলাও হচ্ছিল বাড়িতে। সেই দোষে নাবালিকা মেয়েকে (minor girl) শ্বাসরোধ করে খুন করল তার বাবা। অভিযোগের ভিত্তিতে তাকে ইতিমধ্যেই পুলিশ আটক করেছে। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের (Uttar Pradesh) বুলন্দশহরে।
পুলিশ সূত্রে খবর, মৃতার নাম সোনম। বয়স ১৩। সোনম সপ্তম শ্রেণির ছাত্রী এবং বীচৌলা গ্রামের বাসিন্দা। শুক্রবার বিকেল ৪টার দিকে অনুপশহর থানা এলাকায় এক ব্রিজের নিচে ঝোপের মধ্যে এক নাবালিকার দেহ পড়ে থাকার খবর ছড়িয়ে পড়ে। পরনে ছিল স্কুল ইউনিফর্ম। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। সঙ্গে সঙ্গে দেহ উদ্ধার করে তদন্ত শুরু হয়।