দ্য ওয়াল ব্যুরো: স্বাধীনতার ৭৮ বছর পরও পাহাড়ি শহর মাথেরানে চলে হাতে টানা রিকশ। এই বিষয়টিকেই 'অমানবিক' বলে তীব্র ভাষায় নিন্দা করল দেশের শীর্ষ আদালত। বলল, মানুষ দিয়ে মানুষ টানানো এখনই বন্ধ হওয়া উচিত। এটি সংবিধানের সামাজিক ও অর্থনৈতিক ন্যায়বিচারের প্রতিশ্রুতির সঙ্গে বেমানান।
বিচারপতি বি আর গাভাইয়ের নেতৃত্বাধীন বেঞ্চ জানিয়ে দিল, মাথেরানে হাত রিকশ চলবে আর মাত্র ৬ মাস। এই সময়সীমার মধ্যেই তা সম্পূর্ণ বন্ধ করে দিতে হবে। রাজ্য সরকারকে বলা হয়েছে, যথাসম্ভব দ্রুত ই-রিকশা চালুর জন্য একটি বাস্তবমুখী স্কিম তৈরি করতে।
#REL