দ্য ওয়াল ব্যুরো: হোয়াটসঅ্যাপের মাধ্যমে শিশুদের নিয়ে আপত্তিকর ও অবৈধ ভিডিও শেয়ার করার অভিযোগ উঠল ৬০ বছর বয়সি এক ব্যক্তির বিরুদ্ধে। অভিযুক্ত পেশায় ইন্দোরের একটি স্কুলের ই-রিকশা চালক (Indore e-rickshaw driver arrested)। তাঁকে গ্রেফতার করেছে সাইবার সেল।
ইন্দোর পুলিশ জানায়, অভিযুক্ত ইরশাদ এক বেসরকারি স্কুলে শিশুদের আনা-নেওয়ার দায়িত্বে ছিলেন। তাঁর বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনের ৬৭বি ধারা সহ একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে। প্রসঙ্গত, ৬৭বি ধারায় শিশুদের যৌন নিপীড়নমূলক কনটেন্ট ডিজিটাল মাধ্যমে ছড়ানোর অপরাধের কথা বলা হয়েছে, যা আইনত গুরুতর অপরাধ।
#REL