দ্য ওয়াল ব্যুরো: কসবার আইন কলেজে ঘটে যাওয়া নারকীয় কাণ্ডের তদন্তে এবার ঘটনার পুনর্নির্মাণ করল পুলিশ। কসবা ল' কলেজে গণধর্ষণের শিকার হওয়া নির্যাতিতাকে শনিবার রাত আটটার পর ঘটনাস্থলে নিয়ে যাওয়া হয়। সেদিন ঠিক কি ঘটেছিল তা পুঙ্খানুপুঙ্খভাবে নির্যাতিতার কাছ থেকে জানেন তদন্তকারীরা।
রাতে ঘটনাস্থল থেকে বেরোবার সময় এ ব্যাপারে ডিসি (এসএসডি) বিদিশা কল্পিতা বলেন, "ঘটনার রিকনস্ট্রাকশন হয়েছে। আদালতে নির্যাতিতার গোপন জবানবন্দিও নেওয়া হয়েছে।"