দ্য ওয়াল ব্যুরো: কসবার গণধর্ষণ-কাণ্ড ঘিরে উত্তাল রাজনীতি। গণধর্ষণ-কাণ্ডে প্রতিবাদ জানাতে গিয়ে শনিবার দুপুরে রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার-সহ দলীয় নেতা-কর্মীদের গ্রেফতার করে পুলিশ। তবে গ্রেফতারের পর তাঁরা স্পষ্ট জানান, পার্সোনাল বেল বন্ডে সই করে জামিন নেবেন না। প্রায় ১৪ ঘণ্টা পর রবিবার সকালে জামিন ছাড়াই লালবাজারের সেন্ট্রাল লকআপ থেকে ছাড়া পান সুকান্ত-সহ অন্যান্য নেতারা।