দ্য ওয়াল ব্যুরো: কুমিল্লায় ঘরে ঢুকে এক তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠল বিএনপি নেতার বিরুদ্ধে। ঘটনায় তোলপাড় বাংলাদেশ। এপর্যন্ত চারজনকে গ্রেফতার করা হয়েছে। তাঁদের মধ্যে তিনজনের বিরুদ্ধে নির্যাতিতার ভিডিও তুলে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার অভিযোগ রয়েছে।
বৃহস্পতিবার রাতে কুমিল্লার মুরাদনগর উপজেলার রামচন্দ্রপুর পঞ্চকীটা গ্রামে রাত প্রায় ১০টা নাগাদ ঘটনাটি হয়। ২১ বছরের তরুণী তাঁর বাবার বাড়িতে ছিলেন সেসময়। বাড়ির দরজা বন্ধ থাকলেও জোর করে ঢুকে পড়েন ফজর আলি (৩৮)। তারপর চলে অত্যাচার।
#REL