দ্য ওয়াল ব্যুরো: বাবা এবং মায়ের মধ্যে, মায়েরা বেশিরভাগ ক্ষেত্রেই সন্তানদের কাছের হয়। ছেলেদের ক্ষেত্রে তো বিশেষ করে। হরেক রকম আবদার থেকে শরীর খারাপ, বন্ধুত্বের প্রথম শুরু থেকে পড়াশোনার সহজ পাঠ, ব্যতিক্রম ছাড়া সবই তো বেশিরভাগ ক্ষেত্রে মায়েদের কাছেই। তাই মা পরম বন্ধু, মায়ের কোলই নিরাপদ আশ্রয়। আর পাঁচটা সাধারণ মানুষের সঙ্গে জঙ্গি কার্যকলাপে যুক্ত ব্যক্তিদের পার্থক্য থাকবে এটা স্বাভাবিক, মানসিকতায় তো বটেই, সামাজিক মেলামেশা এবং পারিবারিক ক্ষেত্রেও। কিন্তু মা তো মা'ই। বৃহস্পতিবারে পুলওয়ামায় নিকেশ হওয়া জঙ্গির এক তথ্য অন্তত তাই বলছে।