দ্য ওয়াল ব্যুরো: কাশ্মীরকে (Kashmir) আর ভয় পাবেন না, ফের সেই আর্জিই জানালেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লার (CM Omar Abdullah)। বুধবার কলকাতায় (Kolkata) এসে এক অনুষ্ঠানে তিনি বলেন, "আমি ফাঁকা জম্মু-কাশ্মীরকে প্রোমোট করতে আসিনি। এসেছি কাশ্মীরের পর্যটনকে আবার গতি দিতে।"