দ্য ওয়াল ব্যুরো: মুসোলিনি ফিরলেন। তবে নায়কের বেশে নয়। ফুটবলারের জার্সিতে!
ফ্লোরিয়ানি মুসোলিনি, ইতালির ফ্যাসিস্ট নেতা বেনিতো মুসোলিনির প্রপৌত্রকে ফিরিয়ে আনল সিরি আ ক্লাব লাজিও। গত বছর লোনে সিরি বি ক্লাব জুভে স্টাবিয়ায় যোগ দেন। রাইট ব্যাক পজিশনে ভাল পারফরম্যান্স দেখানোয় ফ্লোরিয়ানিকে স্কোয়াডে রাখার চিন্তাভাবনা শুরু হয়। আগামী মরশুম শুরু হতে এখনও কয়েক মাস বাকি। কিন্তু প্রস্তুতি ম্যাচ ও ট্রেনিং সেশনে সড়গড় করে রাখার উদ্দেশ্যে বেশ কয়েকদিন আগেই ডেকে পাঠাল রোমের শতাব্দীপ্রাচীন ক্লাব।