শুভদীপ বন্দ্যোপাধ্যায়
১৯৮৮ সালের 'রথযাত্রা'র দিন মুক্তি পেয়েছিল অঞ্জন চৌধুরীর 'ছোট বউ'। আটের দশকের সুপারস্টার ডুপার হিট ছায়াছবি। আটপৌরে বাঙালি একান্নবর্তী পরিবারের রোজকার গল্পেই বক্সঅফিসে সোনা ফলিয়েছিলেন টালিগঞ্জ পাড়ার অন্নদাতা অঞ্জন চৌধুরী। তাঁর কলমের প্রতিটি সংলাপ মারকাটারি এমন হিট হয় যে 'ছোট বউ' ছবির ডায়লগের ক্যাসেট ছিল হটকেক। এখনও নেটদুনিয়ায় অঞ্জন চৌধুরীর কলমের সংলাপ বিশাল জনপ্রিয়। 'ছোট বউ' হিট করার পরেই নয়ের দশক জুড়ে একের পর এক 'বউ' নামে ছবি বানাতে শুরু করেন অঞ্জন চৌধুরী। 'মেজ বউ', 'বড় বউ, 'সেজ বউ'প্রতিটি ছবি সুপারহিট হতে শুরু করে। ইন্ডাস্