দ্য ওয়াল ব্যুরো: একগুচ্ছ আর্থিক নিয়মে বড় পরিবর্তন। আয়কর রিটার্ন দাখিল থেকে শুরু করে ক্রেডিট কার্ড লেনদেন, এটিএম পরিষেবা, টিকিট বুকিং, এমনকি ডিজেল-পেট্রল নেওয়ার সময়েও এবার নতুন নিয়ম কার্যকর হল দেশে। জেনে নিন আজ, ১ জুলাই থেকে ঠিক কী কী বদলে গেল—
প্যান কার্ডে বাধ্যতামূলক আধার, না হলে বাতিলের আশঙ্কা
আজ থেকে নতুন প্যান কার্ডের জন্য আবেদন করতে হলে আধার যাচাই বাধ্যতামূলক। ইতিমধ্যেই যাঁদের প্যান আছে, তাঁদের ৩১ ডিসেম্বরের মধ্যে আধারের সঙ্গে সংযুক্তিকরণ করতে হবে। না হলে প্যান কার্ড নিষ্ক্রিয় হয়ে যেতে পারে।