দ্য ওয়াল ব্যুরো: মুম্বইয়ে (Mumbai) ৫৮ কোটি টাকার 'ডিজিটাল অ্যারেস্ট' (Digital Arrest) জালিয়াতির তদন্তে চাঞ্চল্যকর মোড়। মহারাষ্ট্র সাইবার পুলিশ (Maharastra Cyber Police) জানিয়েছে, প্রতারণার টাকার স্রোত সরাসরি পৌঁছে গেছে হংকং, চিন ও ইন্দোনেশিয়ায়।
ঘটনাটি তখন সামনে আসে যখন মুম্বইয়ের এক ৭২ বছরের ব্যবসায়ী পুলিশের কাছে অভিযোগ জানান যে, তাঁকে ফোন করে সিবিআই (CBI) ও ইডি (ED) আধিকারিক সেজে ভয় দেখানো হয়েছিল। ফোনের অপর প্রান্ত থেকে বলা হয়, তিনি নাকি এক অপরাধমূলক মামলার সঙ্গে যুক্ত, তাই ‘তদন্তে সহযোগিতা’ করতে হবে।