দ্য ওয়াল ব্যুরো: মহারাষ্ট্রে (Maharastra) ভাষা বিতর্কের আবহে একের পর এক ঘটনায় মারধরের অভিযোগ উঠছে রাজ ঠাকরের দল মহারাষ্ট্র নবনির্মাণ সেনা (এমএনএস)-র কর্মীদের (MNS) বিরুদ্ধে। অভিযোগ, মারাঠি না-বলা হিন্দিভাষী নাগরিকদের মারধর করছেন তারা। এমন পরিস্থিতিতে এক ভিডিও আরও অস্বস্তিতে ফেলেছে রাজ ঠাকরের দলকে।
ভাইরাল হওয়া সেই ভিডিওতে দেখা যাচ্ছে, এক ব্যক্তি অর্ধনগ্ন অবস্থায় গাড়ির ভিতর বসে রয়েছেন, সঙ্গে চলছে অশ্লীল গালিগালাজ (Woman Assault)। যাকে তিনি গালিগালাজ করছেন, তিনি এক মহিলা। ওই মহিলাই ভিডিওটি মোবাইলে রেকর্ড করেছেন।