দ্য ওয়াল ব্যুরো: অনেকের কাছে এটি স্বপ্নপূরণ। কিন্তু অনুরাগ অনিল বোরকার নামের ১৯ বছরের ছেলেটির কাছে এটিই ছিল দুঃস্বপ্ন। তাই ডাক্তার (Doctor) হওয়ার আগেই আত্মহত্যার (Suicide) পথ বেছে নিলেন তিনি! এই ঘটনা স্বাভাবিকভাবেই বিরাট প্রশ্ন তুলে দিল মানসিক চাহিদা নিয়ে।
মাত্র ১৯ বছর বয়সে আত্মঘাতী হলেন মহারাষ্ট্রের (Maharastra) চন্দ্রপুর জেলার নবওয়ারগাও-এর বাসিন্দা অনুরাগ অনিল বোরকার। নিট পরীক্ষায় (NEET Exam) প্রায় সর্বোচ্চ সাফল্য পেয়েও চিকিৎসক হতে চাইছিলেন না তিনি। তাই আত্মহত্যার আগে চিরকুটে লিখে গেছেন কিশোর।