দ্য ওয়াল ব্যুরো: দার্জিলিং (Darjeeling) যাওয়ার পথ মানেই অনেকের কাছে টয়ট্রেনের নস্ট্যালজিক সফর (Toy Train )। কিন্তু সময়ের অভাবে আট ঘণ্টার সেই দীর্ঘ যাত্রা থেকে দূরে থাকেন বহু পর্যটক। এবার তাঁদের জন্যই নতুন চমক আনছে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে (DHR)।
সব কিছু ঠিক থাকলে পুজোর আগেই চালু হচ্ছে টয়ট্রেনের তিনটি একেবারে নতুন শর্ট রুট। দার্জিলিং হিমালয়ান রেলওয়ে (DHR) সূত্রে খবর, নতুন তিনটি রুট হল—সুকনা থেকে রংটং, কার্শিয়াং থেকে মহানদী, কার্শিয়াং থেকে টুং।
#REL