দ্য ওয়াল ব্যুরো: নবমী নিশি থেকেই মনটা খারাপ হতে শুরু করে, কারণ রাত পেরোলেই মাকে ফিরতে হবে কৈলাসে। বৃহস্পতিবার সকাল থেকেই বিভিন্ন মণ্ডপে দেবী বরণ শুরু হয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস (Weather Forecast) মতোই দশমীর দিন আকাশ মেঘলা এবং বৃষ্টি চললেও ঠাকুর দেখা থামেনি। কোথাও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি, কোথাও আবার ঝোড়ো হাওয়া বইছে- তার মধ্যেই চলছে দুর্গাপুজোর (DURGAPUJA 2025) শেষ মুহূর্তের দর্শন।
বৃহস্পতিবার সকাল থেকেই মণ্ডপে মণ্ডপে দেবীর বরণপর্ব শুরু হয়েছে। ঘাটে ঘাটে বিসর্জনের জন্য কড়া নজরদারি চলছে। বাড়ির পুজোগুলির মূলত দুপুরের মধ্যেই বিসর্জন (Visarjan) সম্পন্ন হয়েছে।