দ্য ওয়াল ব্যুরো: গাজিয়াবাদের (Gaziabad) এক গৃহবধূর (Housewife) চাঞ্চল্যকর অভিযোগ। স্বামী নাকি তাঁকে 'নোরা ফাতেহি' (Nora Fatehi) হতে চাপ দিতেন! আর তার জন্য তাঁকে জোর করে ব্যায়াম করানো হত এবং খেতে পর্যন্ত দেওয়া হত না। মহিলার স্বামী স্থানীয় সরকারি স্কুলের একজন শিক্ষক।
মুরাদনগর থানায় দায়ের করা অভিযোগপত্রে মহিলা জানিয়েছেন, গত ৬ মার্চ ২০২৫ সালে মীরটের বাসিন্দা শিবম উজ্জ্বল নামে ওই শিক্ষকের সঙ্গে তাঁর বিয়ে হয়। বিয়ের পর থেকেই শারীরিক গড়ন নিয়ে কটুক্তি শুরু হয়। অভিযোগ, তাঁকে বারবার বলা হত - নোরা ফাতেহির মতো আকর্ষণীয় নন তিনি। তাঁকে অভিনেত্রীর মতো হতে হবে।
#REL