দ্য ওয়াল ব্যুরো: শাড়িতে জড়ানো যুবকের রক্তাক্ত দেহ, পাশে রক্তমাখা কোদাল। উত্তর ২৪ পরগনার হাড়োয়া থানা (Haroa) এলাকার রায়খাঁ গ্রামের এ ঘটনায় মঙ্গলবার সকালে জোর চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনার পর থেকেই সন্তানকে নিয়ে পলাতক ছিলেন স্ত্রী। পরে ২৪ পরগনার চণ্ডীতলা থানা এলাকার বাপের বাড়ি থেকে অভিযুক্ত গৃহবধূকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার ধৃতকে আদালতে পেশ করা হবে।
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ধৃত পুষ্প মণ্ডলই তার স্বামীকে খুন করে থাকতে পারে। তবে কী কারণে খুন তা এখনও স্পষ্ট নয়। পরকীয়ার প্রসঙ্গও উঠছে। পুলিশ জানিয়েছে, তদন্তে সম্ভাব্য সবদিক খতিয়ে দেখা হচ্ছে।