দ্য ওয়াল ব্যুরো: ৬ জুনের পর ৩০ জুন! এক মাসের মধ্যে দু' দুবার একই পুকুরে দেখা মিলল কুমিরের (Crocodiles)। ইতিমধ্যে কুমিরটিকে খাঁচাবন্দি করে নিয়েও গিয়েছেন বন দফতরের কর্মীরা। কিন্তু কিছুতেই আতঙ্ক কাটছে না গ্রামবাসীদের।
দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমা (Patharpratima) ব্লকের ব্রজবল্লভপুর গ্রাম। গ্রামের মধ্যে বড় পুকুর। সেখানেই স্নান সারেন বাসিন্দারা। সোমবার সন্ধ্যেয় সেই পুকুর থেকেই ফের উদ্ধার হয়েছে কুমির। আতঙ্কে গ্রামের আর কেউ জলে নামার সাহস দেখাচ্ছেন না। পরিবর্তে বাড়িতেই সারছেন স্নান।
#REL