দ্য ওয়াল ব্যুরো: কুমির (Crocodile) ধরা পড়েছে। তবু আতঙ্কে কুলপির গ্রাম (Kulpi Village)। যদি আবার ফিরে আসে!
মঙ্গলবার সন্ধ্যা থেকে রীতিমতো চাঞ্চল্য ছড়ায় দক্ষিণ ২৪ পরগনার রামকিশোরপুর গ্রামে। এক গৃহস্থের পুকুরে সাঁতার কাটতে দেখা যায় জলজ হিংস্র প্রাণীটিকে। খবর ছড়িয়ে পড়তেই ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয়রা, পরে আসে পুলিশ ও বন দফতরের আধিকারিকরাও।
#REL