দ্য ওয়াল ব্যুরো: এসআইআর (SIR) এর আতঙ্কে কলকাতা থেকে জেলার পুরসভাগুলিতে জন্ম শংসাপত্র নেওয়ার হিড়িক পড়েছে (Lines of birth certificates panic in municipalities)।
সকাল থেকেই ধর্মতলার পুরসভার কেন্দ্রীয় ভবনে উপচে পড়ছে ভিড়। বয়স্ক মানুষ থেকে শুরু করে তরুণ-তরুণী—অনেকে জন্ম শংসাপত্র নিতে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে আছেন। যাঁদের বয়স অনেক বেশি, এবং যাঁদের কাছে কোনো জন্ম শংসাপত্র নেই, তাঁদের পরিবার-পরিজনেরাই নতুন করে শংসাপত্রের আবেদন করছেন। একই অবস্থা জেলার পুরসভাগুলিতেও। হুগলি, হাওড়া, দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া—সব জায়গাতেই জন্ম শংসাপত্রের জন্য মানুষের ভিড় বেড়েছে।
#REL