সুমন বটব্যাল
রয়্যাল বেঙ্গল টাইগারের (Royal Bengal Tiger) দেখা মিলবে— এমন আশা নিয়েই দেশের নানা প্রান্ত থেকে পর্যটকরা প্রতি বছর ছুটে আসেন সুন্দরবনে (Sundabar Tour)। কিন্তু বাঘমামার শাবক-সঙ্গী নিয়ে জলখেলা— এমন দৃশ্যও দেখা যাবে কেউ স্বপ্নেও কল্পনা করেন না। সেই অবিশ্বাস্য মুহূর্তই গত সোমবার বাস্তবে বন্দি হয়েছিল তিন পর্যটকের মোবাইল ক্যামেরায়।