দ্য ওয়াল ব্যুরো: রাঁচির (Ranchi) সিল্লি ব্লকে এক কৃষকের বাড়ি থেকে একটি বাঘ (Tiger) উদ্ধার করল বন দফতর। প্রায় ১০ ঘণ্টা ধরে একটি ঘরের ভিতর আটকে ছিল বাঘটি। পরে বন দফতরের আধিকারিকরা এসে উদ্ধার করে তাকে। কীভাবে কৃষকের বাড়িতে (Farmer House) এল বাঘটি?
ঝাড়খণ্ডের (Jharkhand) রাঁচি জেলার সিল্লির মারডু গ্রামে বুধবার সকাল হতেই চাঞ্চল্য ছড়ায়। কোচো পঞ্চায়েতের অন্তর্গত এই গ্রামে এক কৃষকের ঘরে আচমকাই ঢুকে পড়ে একটি বাঘ। ঘটনাটি ঘটেছে রাঁচি শহর থেকে প্রায় ৬৫ কিলোমিটার পূর্বে পুরন্দর মাহাতোর বাড়িতে।