দ্য ওয়াল ব্যুরো: রাঁচির স্টেডিয়ামে রবিবার ভারত–দক্ষিণ আফ্রিকা (ODI IND vs SA) প্রথম একদিনের আন্তর্জাতিক ম্যাচে এক নজিরবিহীন ঘটনা যায়। বহুস্তরের নিরাপত্তা ভেঙে মাঠে ঢুকে পড়েন পশ্চিমবঙ্গের হুগলির আরামবাগের যুবক সৌভিক মুর্মু (Soubhik Murmu)। বিরাট কোহলির (Virat Kohli) পায়ের কাছে হাঁটু গেড়ে প্রণাম করে শ্রদ্ধা জানান তার স্বপ্নের নায়ককে। সেই মুহূর্তে তো ভাইরাল (Viral) যায় এই জনজাতি যুবকের ছবি, কিন্তু তারপর তাঁকে গ্রেফতার করে ঝাড়খণ্ড পুলিশ।
আরামবাগের প্রত্যন্ত গ্রামের ছেলে সৌভিক