দ্য ওয়াল ব্যুরো: প্রায় এক বছরের জট কাটিয়ে রাজ্য বিজেপির (BJP WB) সভাপতির (BJP State President) নাম ঠিক করতে অবশেষে গতি এল। দীর্ঘদিন ধরে সুকান্ত মজুমদারের মেয়াদ শেষ হয়ে গেলেও নতুন সভাপতি নিয়ে পদ্ম শিবিরের পক্ষ থেকে কোনও দৃশ্যমান উদ্যোগ ছিল না। অথচ সামনেই ছাব্বিশের বিধানসভা ভোট। এই পরিস্থিতিতে দলের এই শিথিল মনোভাব নিয়ে দলের অন্দরেই প্রশ্ন উঠছিল। অবশেষে স্পষ্ট বার্তা পাওয়া গেল। আগামী ৩ জুলাই-ই চূড়ান্ত নাম ঘোষণা করা হবে।