দ্য ওয়াল ব্যুরো: বিজেপির রাজ্য সভাপতির দায়িত্ব নিয়েই বৃহস্পতিবার বাম-কংগ্রেসের উদ্দেশে শমীক ভট্টাচার্যর (Shamik Bhattacharya) বার্তা ছিল, “নো ভোট টু বিজেপি” স্লোগান তুলে বাম-কংগ্রেস যেন তৃণমূলের হাত শক্ত না করে। উলটে তাঁর মতে, এখন সময় ‘তৃণমূল হটাও, তৃণমূলকে বিসর্জন দাও’-র স্লোগানের।
শমীক ভট্টাচার্য়র ওই বক্তব্যকে হাতিয়ার করেই এবার পাল্টা জবাব দিতে দেরি করলেন না সিপিএম নেতা সৃজন ভট্টাচার্য (Srijan Bhattacharya)। খোঁচা দিয়ে বললেন, “বিজেপির রাজ্য সভাপতি আসলে বামফ্রন্ট সরকার ফেরানোর আবেদন করছেন!”
#REL