দ্য ওয়াল ব্যুরো: নাগরাকাটার (Nagarkata Incident) ঘটনার পর কেটে গিয়েছে ২৪ ঘণ্টা। বিজেপির সাংসদ-বিধায়কের ওপর হামলার ঘটনায় এখনও গ্রেফতার হয়নি অভিযুক্তদের কেউই। এ ব্যাপারে রাজ্য প্রশাসনকে এবার আল্টিমেটাম দিলেন বিরোধী দলনেতার শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।
শুভেন্দুর কথায়, এনাজ ইজ এনাফ। রাজ্য প্রশাসন ২৪ ঘণ্টা পরেও অভিযুক্তদের কাউকে গ্রেফতার করেনি। বিকেল অব্দি দেখব, তারপরও যদি পুলিশ প্রশাসনার টনক না নড়ে তাহলে কলকাতা হাইকোর্টের মামলা করব। আইনি পথেই যেভাবে যা মোকাবিলা করতে হয় তা করব আমরা।"
#REL