দ্য ওয়াল ব্যুরো: এক ঘণ্টা পর ব্লু লাইনে স্বাভাবিক হল মেট্রো পরিষেবা। শুক্রবার দিনের শুরুতেই এমন বিভ্রাটে বিপাকে অফিসযাত্রী ও ছাত্রছাত্রীরা। সিগন্যালিং ব্যবস্থায় ত্রুটির কারণে অফিস টাইমে খানিক থমকাল দক্ষিণেশ্বর থেকে শোভাবাজার মেট্রো পরিষেবা। জানা গিয়েছে, গিরিশ পার্ক থেকে আপ ডাউনে চলাচল করছিল।
কলকাতা মেট্রোর ব্লু লাইন (শহিদ ক্ষুদিরাম–দক্ষিণেশ্বর) পরিষেবা ভোর থেকেই ব্যাহত হয়। ভাঙাপথে চলছিল মেট্রো। কর্তৃপক্ষ জানিয়েছিল, যত দ্রুত সম্ভব পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা চলছে।