দ্য ওয়াল ব্যুরো: সপ্তাহের প্রথম দিন কম পরিষেবা পাওয়া যাবে মেট্রোর (Kolkata Metro)। আগামী সোমবার অর্থাৎ কোজাগরী লক্ষ্মী পুজোর দিন ব্লু লাইনে কম মেট্রো চলবে (Blue Line Metro Service)। অন্যদিকে গ্রিন, ইয়েলো, পার্পল এবং অরেঞ্জ লাইনে পরিষেবা থাকবে স্বাভাবিক।
মেট্রো সূত্রে জানা গিয়েছে, সাধারণ দিনে সোমবারে ব্লু লাইনে আপ ও ডাউন মিলিয়ে মোট ২৭২টি ট্রেন চলে। কিন্তু পুজোর দিনে সেই সংখ্যা কমে ২৩৬টিতে দাঁড়াবে। অর্থাৎ আপ ও ডাউন, দুই দিকেই চলবে ১১৮টি করে ট্রেন। তবে প্রথম এবং শেষ মেট্রোর সময়সূচিতে কোনও পরিবর্তন করা হয়নি।