দ্য ওয়াল ব্যুরো: বুধবার সন্ধ্যায় ব্লু লাইনে ফের মেট্রো বিভ্রাট (Kolkata Metro Service disruption)! অভিযোগ, দীর্ঘক্ষণ একই স্টেশনে দাঁড়িয়ে থাকছে মেট্রো (Kolkata Metro)। নির্ধারিত সময়ের অনেক পরেই স্টেশন ছেড়ে যাচ্ছে। এরফলে ভোগান্তির মুখে অফিস ফেরত যাত্রীরা। তাঁদের দাবি, কী কারণে গণ্ডগোল এনিয়ে কর্তৃপক্ষের তরফে কোনও স্পষ্ট কারণ জানানো হয়নি।
সূত্রে খবর, বুধবার রাত ৮টা নাগাদ দমদমের উদ্দেশে যে মেট্রো ছেড়েছিল সেটি প্রতিটি স্টেশনেই ১৫ মিনিট করে দাঁড়াচ্ছিল, এমনটাই অভিযোগ যাত্রীদের। এরফলে ঠিক যে সময় ট্রেনটি দমদমে ঢোকার কথা তার অনেক পরেই পৌঁছয়।