দ্য ওয়াল ব্যুরো: জ্যাভলিনে ছুড়তে হয় বর্শা। ক্রিকেটে বল। একজন বোলার, যদি তিনি সিমার হন, দ্রুতবেগে বল ছুড়ে ব্যাটসম্যানের স্ট্যাম্প উপড়ে দিতে চান। অন্যদিকে জ্যাভলিনে বর্শা ছিটকে পড়ে অনেকটা দূরে। তা যতটা দূরত্ব অতিক্রম করবে, তত পয়েন্ট।
এমনিতে খোলা চোখে আপাত মিল থাকলেও দুটি খেলারই ধরন-ধারন বিলকুল আলাদা। তবু তাঁর নামাঙ্কিত জ্যাভলিন টুর্নামেন্ট ‘নীরজ চোপড়া ক্লাসিকে’ নামার আগে হাল্কা মেজাজের আলাপচারিতায় ভারতের ‘সোনার ছেলে’ জানিয়ে দিলেন, ক্রিকেটের দুনিয়ার কেউ যদি তাঁদের খেলায় নাম করতে পারতেন, তিনি ব্রেট লি!