দ্য ওয়াল ব্যুরো: টোকিওয় বসছে বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ। ভারতীয় কন্টিনজেন্টের মুখ, যেমন সবসময়ই, তেমন এবারও নীরজ চোপড়া (Neeraj Chopra)। তবু আবহটা আগের মতো নেই, অনেকখানি বদলে গেছে।
একসময় যেখানে বাইশ গজে বিরাট ছিলেন একক ফেভারিট, জ্যাভলিনের ময়দানে সেই জমি একা হাতে তৈরি করেন নীরজ। অথচ এবার প্রতিযোগিতা শুরুর আগেই প্রশ্ন উঠছে—ফর্মের ওঠানামা সামলে তিনি কি পারবেন বিশ্বচ্যাম্পিয়নের মুকুট রক্ষা করতে?
দ্বিতীয় স্থান, দ্বিতীয় স্থান... তারপর?