দ্য ওয়াল ব্যুরো: শনিবাসরীয় সন্ধ্যায় বেঙ্গালুরুর কান্তিরাভা স্টেডিয়ামে হাজির প্রায় পনেরো হাজার দর্শক এআর রহমানের গানের তালে তাল দিয়ে চলেছেন। অথচ গোড়াতেই তালভঙ্গ! নিজের নামে টুর্নামেন্ট আয়োজন করা নীরজ চোপড়ার প্রথম ছোড়াই ফাউল থ্রো!
ঘাবড়ালেন না, চমকালেন না নীরজ। পোড়খাওয়া অ্যাথলিটের মতোই হাতে তুলে নিলেন জ্যাভলিন। তারপর মাপা রান আপে ছুড়ে দিলেন বর্শা। ল্যান্ড করল ৮২.৯৯ মিটার দূরে! আগের দু’জন, কেনিয়ার জুলিয়াস ইয়েগো (80.০৭ মিটার) ও ব্রাজিলের লুইজের (৮০.৩১ মিটার) চাইতে এগিয়ে থাকলেন।