দ্য ওয়াল ব্যুরো: দশমিক ‘দশ’ ছাপিয়ে যখন ঘড়ির কাঁটা ১০.১৮-এ গিয়ে থামে, তখন শুধু এক জন অনিমেষ কুজুর (Animesh Kujur) নন, বদলে যায় দেশের দৌড়ের মানচিত্র!
একই দিনে—পোল্যান্ডে ৮০০ মিটারের রেসে রেকর্ড গড়ে মহম্মদ আফসাল (Mohammed Afsal) ভেঙে দেন চার দশকের পুরনো দেয়াল। আর ক্যালিফোর্নিয়ায় ১০,০০০ মিটার ২৭ মিনিটে ক্ষিপ্র হরিণের মত ছুটে গুলবীর সিং (Gulveer Singh) অনন্ত সম্ভাবনার জন্ম দেন।
তিন অ্যাথলিট, তিন দূরত্ব, স্বপ্ন এক—ভারতীয় ট্র্যাকে ‘বিশ্বমান’ তকমাকে অবাস্তব না-মানার, না-ভাবার দুর্মর সাহস।