দ্য ওয়াল ব্যুরো: ভোপালে প্রেমিকার গলা টিপে খুন করলেন লিভ-ইন সঙ্গী। খুনের পর তাঁর দেহ চাদরে মুড়ে দু’দিন ধরে রেখে দিলেন ঘরে। একই বিছানায় বসে মদের নেশায় ঘুমিয়ে কাটালেন অভিযুক্ত। গায়ত্রী নগরের ঘটনায় স্তম্ভিত স্থানীয়রা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত তরুণীর নাম ঋতিকা সেন (২৯)। একটি বেসরকারি সংস্থায় কর্মরত ছিলেন তিনি। তাঁর সঙ্গী, অভিযুক্ত শচিন রাজপুত (৩২) দীর্ঘদিন ধরে কোনও কাজ পাচ্ছিলেন না। প্রেমিকাকে সন্দেহ করতেন প্রবল। তাঁর মনে হত, ঋতিকা অফিসের বসের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন।
#REL