দ্য ওয়াল ব্যুরো: নিয়োগ দুর্নীতির মামলায় (SSC Scam) শুরু থেকেই শাসক দলের দিকে আঙুল তুলছে বিরোধীরা। প্রাক্তন শিক্ষামন্ত্রীর নাম জড়ানোর পর থেকেই অভিযোগের সুর তীব্র হয়েছে। বিরোধী নেতারা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ও সুকান্ত মজুমদার (Sukanta Majumder) একাধিকবার অভিযোগ করেছেন, তৃণমূলের নেতানেত্রীদের হাত ধরেই এই দুর্নীতির জাল বিস্তৃত হয়েছে।