দ্য ওয়াল ব্যুরো: রবিবার ধুমধাম করেই শুরু হয়েছে 'বিগ বস ১৯'-এর নতুন মরশুম। আগের মতো সঞ্চালকের আসনে এবারও সলমন খান। প্রিমিয়ার পর্বেই কনটেন্ট ক্রিয়েটর ও উদ্যোক্তা তানিয়া মিত্তলের সঙ্গে এক কথোপকথনে সলমন খোলাখুলি জানালেন নিজের প্রেমজীবনের অভিজ্ঞতা।
স্টেজে তানিয়াকে দর্শকদের সঙ্গে পরিচয় করিয়ে দেন সলমন। সঙ্গেই ছিলেন জিশান কাদরি, যিনি 'গ্যাংস অফ ওয়াসেপুর'-এর চিত্রনাট্যকার হিসেবে বলিউডে নিজের কেরিয়ার শুরু করেছিলেন। সলমন মজা করে তানিয়াকে জিজ্ঞাসা করেন, তিনি 'গ্যাংস অফ ওয়াসেপুর' দেখেছেন কিনা। তানিয়া জানান, তিনি দেখেননি, বরং তাঁর পছন্দের সিনেমা 'প্রেম রতন ধন পায়ো'।