দ্য ওয়াল ব্যুরো: রণবীর কাপুরের প্রেমকাহিনি নিয়ে বলিউডে সবসময়ই ছিল আগ্রহ। দীপিকা পাড়ুকোন আর ক্যাটরিনা কাইফের সঙ্গে দীর্ঘ সম্পর্কে থাকলেও শেষমেশ সাতপাকে বাঁধা পড়েন আলিয়ার সঙ্গেই। বয়সের পার্থক্য প্রায় ১১ বছর হলেও পাঁচ বছরের সম্পর্কের পর ২০২২ সালে বিয়েটা সেরে ফেলেন তাঁরা।
এক সময় ‘বলিউডের ক্যাসানোভা’ ট্যাগও জুড়ে গিয়েছিল ঋষি-পুত্রের নামের সঙ্গে। দীপিকা, ক্যাটরিনা ছাড়াও বেশ কিছু অভিনেত্রীর সঙ্গে নাম জড়ালেও, মা নীতু কাপুর কিন্তু সবসময় দাবি করেছেন, রণবীরের জীবনে আসল প্রেম একটাই, আর সেটা দীপিকা। ক্যাটরিনার সঙ্গে সম্পর্কটাকে একেবারেই মানতে চাননি তিনি।
#REL