দ্য ওয়াল ব্যুরো: বঙ্গ বিজেপির সভাপতি নির্বাচনের (State president of Bengal BJP) প্রক্রিয়া শুরু হয়ে গেল। দলের নিয়ম অনুসারে ‘এক ব্যক্তি, এক পদ’ নীতি মেনে সভাপতি পরিবর্তনের প্রক্রিয়া শুরু করেছে বিজেপি। মঙ্গলবার রিটার্নিং অফিসার দীপক বর্মনের তরফে ‘সংগঠন পর্ব ২০২৪’-এর নোটিফিকেশন জারি করা হয়েছে।
মঙ্গলবার দুপুর ১২টায় নোটিফিকেশন প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গেই ভোটার তালিকাও প্রকাশ করা হয়েছে। আজ বুধবার অর্থাৎ ২ জুলাই দুপুর ২টা থেকে বিকেল ৬টা পর্যন্ত চলবে মনোনয়ন পর্ব। সময় ভাগ করা হয়েছে তিনটি পর্যায়ে—