দ্য ওয়াল ব্যুরো: রাজ্য রাজনীতির কেন্দ্রে এখন একটাই প্রশ্ন—কে হচ্ছেন আগামী রাজ্য বিজেপি সভাপতি (State President)? নাম ঘিরে জল্পনা চলছিল বেশ কিছু দিন ধরেই। আজ, সেই সম্ভাব্য জল্পনার অবসান হয়ে গেল বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।
দিল্লি থেকে ফিরে এদিন বঙ্গ বিজেপির সভাপতি পদের জন্য আনুষ্ঠানিকভাবে মনোনয়ন জমা দিলেন রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য (Shamik Bhattacharya)। দলের অন্দরমহলের খবর, বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার নির্দেশেই এই পদক্ষেপ নিয়েছেন শমীক।