দ্য ওয়াল ব্যুরো: এশিয়া কাপে (Asia Cup 2025) ভারত–পাকিস্তান সুপার ফোর ম্যাচে (September 21, Dubai) অর্ধশতরান সেরে উল্লাস দেখাতে বন্দুক চালানোর ভঙ্গি করেছিলেন সাহিবজাদা ফারহান (Sahibzada Farhan)। যা দেখার সঙ্গে সঙ্গে ঘনিয়ে ওঠে তুমুল বিতর্ক। ভারতীয় বোর্ড আনুষ্ঠানিক অভিযোগও জমা দেয় আইসিসি-তে (ICC)। শুক্রবার শুনানিতে হাজির হয়ে অবশ্য পাক ওপেনারের জবাব ছিল স্পষ্ট—এতে কোনও রাজনৈতিক ইঙ্গিত নেই। এটা নিছকই ‘সাংস্কৃতিক’ উদযাপন।