দ্য ওয়াল ব্যুরো: দুবাইয়ে এশিয়া কাপ ফাইনালের (Asia Cup 2025 Final) আগের দিন সাংবাদিক বৈঠকে সরাসরি খোঁচা দিলেন পাকিস্তান অধিনায়ক সলমন আলি আঘা (Salman Agha)। সূর্যকুমার যাদবদের উদ্দেশে তাঁর সাফ মন্তব্য—ম্যাচ শেষে হাত না মেলানো আখেরে ক্রিকেটের জন্য ভাল নয়।
সলমনের কথায়, ‘২০০৭ থেকে ক্রিকেট খেলছি। অনূর্ধ্ব-১৬ স্তর থেকে। কোনও দিন দেখিনি ম্যাচ শেষে দুই দল হাত মেলাচ্ছে না। বাবাও আমায় কখনও বলেননি, কোনও ম্যাচে এই প্রথা ভাঙা হয়েছে। ভারত-পাকিস্তান আগেও খেলার মাঠে মুখোমুখি নেমেছে। সম্পর্ক তখনও খারাপ ছিল। তবু ম্যাচ শেষে হাত মেলানো হয়েছে। এভাবে এড়িয়ে যাওয়া একেবারেই ভাল নয়!’