দ্য ওয়াল ব্যুরো: মাঠে এশিয়া কাপ জিতেছে ভারত। প্রতিপক্ষ পাকিস্তানকে হারিয়ে এই শিরোপা ন'নম্বর বার ঘরে তুললেন সূর্যকুমার যাদবরা (Suryakumar Yadav)। কিন্তু ম্যাচ শেষে মঞ্চে ধরা পড়ল অদ্ভুত ছবি—বিজয়ীর হাতে ট্রফি নেই! কারণ একটাই—এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (ACC) চেয়ারম্যান তথা পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি (Mohsin Naqvi)।